Sobujbangla.com | বিদেশি অতিথিরা মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে থাকছেন না
News Head

বিদেশি অতিথিরা মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে থাকছেন না

  |  ১৭:০৫, মার্চ ১১, ২০২০

মুজিববর্ষে জাতির পিতার প্রতি সম্মান জানাতে দুদিনব্যাপী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদে।
বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কার্য-উপদেষ্টা কমিটির সপ্তম সভা। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির অন্য সদস্যরা।
এ সময় জানানো হয়, জাতির পিতা স্মরণে অধিবেশনের প্রথম দিন (২২ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। পরে বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের আনুষ্ঠানিকতা৷ পরদিন, ২৩ মার্চ সকাল ১০টায় বসবে শেষদিনের অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন জাতীয় সংসদে।
এ অধিবেশনে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মরণে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হবে।
পূর্বঘোষণা অনুযায়ী বিশেষ এই অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখার কথা ছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির। তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে, উদ্ভুত পরিস্থিতিতে কোনো বিদেশি অতিথি ছাড়াই অধিবেশনটি সম্পন্ন করার ইস্যুতেও আলোচনা করেন কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ